জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প।
স্থানঃ আঃ খালেক ডাক্তার বাড়ি কমিউনিটি ক্লিনিক, নলুয়াবাগী, গোলখালী, গলাচিপা।
আয়োজনেঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গলাচিপা, পটুয়াখালী।
সেবা প্রদান করেনঃ ডাঃ মোঃ তরিকুল ইসলাম, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গলাচিপা।
অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা নলুয়াবাগী বাসীর জরুরি স্বাস্থ্যসেবা প্রাপ্তির অন্যতম অন্তরায়। বিশেষ এ আয়োজনের মাধ্যমে বাড়ির কাছেই এমবিবিএস চিকিৎসক পেয়ে এলাকার মানুষ অত্যন্ত আনন্দ চিত্তে সেবা গ্রহন করতে আসেন৷ বিশেষ এ হেলথ ক্যাম্প থেকে ৭২ জন রোগীকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় অষুধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পটি সাফল্যের সাথে আয়োজনের জন্য আন্তরিক অভিবাদন জানাচ্ছি UHFPO ডাঃ মোঃ মেজবাহ উদ্দীন মহোদয়, সেবাদাতা চিকিৎসক ডাঃ মোঃ তরিকুল ইসলাম, সহায়তাকারী হেলথ এসিস্ট্যান্ট মাইনুল হাসান, CHCP উত্তম কুমার সহ সংশ্লিষ্ট সকলকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS